সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫৩ টাকা, বাজারে তীব্র সংকট ও অতিরিক্ত...

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৫৩ টাকা, বাজারে তীব্র সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

চলতি জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ জানুয়ারি) নতুন এ দাম ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ডিসেম্বর মাসে এই সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছিল।
তবে সরকার নির্ধারিত দামের সঙ্গে মাঠপর্যায়ের বাজার পরিস্থিতির বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এলপিজির তীব্র সংকট চলছে। অভিযোগ রয়েছে, ঢাকার খুচরা বাজারে অনেক ক্ষেত্রে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
বিইআরসি কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বৃদ্ধি এবং এলপিজি আমদানিতে জাহাজ সংকটের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব সরাসরি পড়ছে স্থানীয় বাজারে, ফলে ভোক্তাদের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি কিনতে বাধ্য হতে হচ্ছে।
এ অবস্থায় বাজার তদারকি জোরদার এবং কৃত্রিম সংকট রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ