শনিবার, মে ৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়হেফাজতের মহাসমাবেশ আজ , ভিড় বাড়ছে সোহরাওয়ার্দী উদ্যানে

হেফাজতের মহাসমাবেশ আজ , ভিড় বাড়ছে সোহরাওয়ার্দী উদ্যানে

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ আজ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে এ মহাসমাবেশ করতে যাচ্ছে তারা। এরই মধ্যে এই মহাসমাবেশে আসতে শুরু করেছে দলটির নেতা-কর্মীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় শুরু হবে এ সমাবেশ। চলবে দুপুর ১টা পর্যন্ত।

মহাসমাবেশে যোগ দিতে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন।
হেফাজতের পক্ষ থেকে দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হেফাজতের চার দফা দাবি—
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের ‘হত্যাকাণ্ড’সহ সব গণহত্যার বিচার করতে হবে।৪. ভারত-ফিলিস্তিনে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার