মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীহঠাৎ শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন,উৎসুক জনতার ভীড়

হঠাৎ শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন,উৎসুক জনতার ভীড়

কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়ই গাছের ভেতরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে এমন অলৌকিক ঘটনা ঘটেছে। এটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে মানুষ।
ঘটনাস্থলে আসা উপস্থিত লোকজন জানান, গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ বলছে,এটা আল্লাহ প্রদত্ত আগুন।
স্থানীয়রা জানান, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। আসলে এ আগুন কোথা থেকে আসল আমরাও বুঝতে পারছি না।
স্কুলশিক্ষার্থীরা বলেন,আমরা সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।শত চেষ্টা করেও ফায়ার সার্ভিস আগুন নেভাতে ব্যর্থ হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ