স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখার সময় (বেলা দেড়টা) পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান ছিল।
জাতীয় ছাত্রশক্তির নেতারা জানান, জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যর্থতার অভিযোগে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং অবিলম্বে তার পদত্যাগ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে নেওয়া হয়। এর আগে বেলা ১১টা ২২ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে শাহবাগ অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ পথচারীরা।
