রবিবার, মে ২৫, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধস্কুলছাত্রী ধর্ষণ: টাঙ্গাইলে চল্লিশোর্ধ্ব মিজান গ্রেফতার

স্কুলছাত্রী ধর্ষণ: টাঙ্গাইলে চল্লিশোর্ধ্ব মিজান গ্রেফতার

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের নাগরপুরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান মিজান নামের চল্লিশোর্ধ্ব  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার(২৫ মে)ভোর রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার নগর বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত মিজান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পুগলী ইউনিয়নের ভাগনুরা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত  মঙ্গলবার(১৩ মে)  দুপুরে স্কুল চলাকালীন সময়ে ওই স্কুল  ছাত্রী ওয়াশরুমে প্রবেশ করে। পূর্ব থেকে ওতপেতে থাকা মিজানুর রহমান হঠাৎ দরজা বন্ধ করে মেয়েটির মুখ চেপে ধরে, চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারা ও দণ্ডবিধি ৫০৬(২) ধারায় (মামলা নং: ১৮) মামলা  রুজু করা হয়।
ভিকটিমের বাবা বলেন, “আমার মেয়ের জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা ন্যায়বিচার চাই। প্রথমে কিছু প্রভাবশালী লোক অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন,“অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্তে গ্রেপ্তার করেছি।এরপর  তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ