সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শাহেদ মজুমদারের বিরুদ্ধে দুটি মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা মিরপুর থানায় এবং অপরটি সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় দায়ের করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১৯ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকেই সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকেও গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।পিতা-পুত্র উভয়ের গ্রেপ্তারের ঘটনা রাজধানীর রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।