জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশ ও জুলাইযোদ্ধাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার(১৭ অক্টোবর) দুপুরে সংঘর্ষের জেরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকাগুলোতে সৃষ্টি হয় চরম উত্তেজনা ও যান চলাচলে স্থবিরতা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুর ১টার কিছু পরে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। তারা ব্যারিকেডে ব্যবহৃত ‘রোড ব্লকার’ একত্র করে তাতে আগুন ধরিয়ে দেন। আগুনের সূত্র ধরে সেচ ভবনের সামনে তৈরি একটি অস্থায়ী তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুপুর ২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পুরো মানিক মিয়া এভিনিউ নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে আসাদগেট এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে, আর খামারবাড়ি ও আড়ংয়ের দিকের রাস্তায় আন্দোলনকারীদের দুটি গ্রুপ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে থেমে সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে পুলিশ।
এর আগে সকাল ১১টার দিকে জাতীয় জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা শেরেবাংলা নগরে সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে ফটক খুলে দিলে তারা মূল মঞ্চের সামনে জড়ো হন।
ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।