শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় নারী  শ্রমিক নিহত

শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় নারী  শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনার বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কায় নমিতা রানী (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(২২ আগস্ট) ভোর সাড়ে ৫টায় উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ১২ জন। নিহত নমিতা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের ললিত চন্দ্রের মেয়ে। তিনি গাজীপুর সদরে অবস্থিত মোশারফ নিট কম্পোজিট কারখানায় চাকরি করতেন। আহতদের মধ্যে মাসুদ, মোসা . হালিমা,  রুবেল মিয়া, বিপুল আহমেদ ও আসিয়া বেগমের নাম জানা গেছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় লোকজন জানান, ঘটনার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা সেখান থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
বাবুল নামের স্থানীয় এক ব্যক্তি জানান, নিহত ও আহতরা সবাই গাজীপুর সদর উপজেলার মোশারফ নিট কম্পোজিট কারখানার শ্রমিক। একটি লেগুনায় করে তারা কাজে যাচ্ছিলেন। পথে আনসার টেপিরবাড়ি  বাজারের পশ্চিম পাশে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের আসনে বসা নমিতা রানী গুরুতর আঘাত পান। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় । অপরদিকে লেগুনার পেছনে বসা আরো ১০-১২ জন আহত হন। প্রথমে স্থানীয় লোকজন ও পরে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। অনেকেই আহত হয়েছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ