গণমাধ্যম সংস্কারে নতুন অর্থনৈতিক মডেল দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় এ কথা জানান তিনি। তিনি আরও বলেন,শিগগিরই অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া শুরু হবে। যারা জার্নালিস্ট তারাই এ কার্ড পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা না থাকায় রাজনৈতিক ও দালাল শ্রেণির লোকেরা সুবিধা নেন। সাংবাদিকদের নিজের স্বার্থে ব্যবহার করতে পারে।