শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীশাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, আহত ২৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, আহত ২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আজ শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কার্গো ভিলেজের বিভিন্ন গুদামে থাকা কেমিক্যাল, গার্মেন্টস, ইলেকট্রনিকস এবং মেশিনারিজ পণ্যে।
ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী ও আনসার সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ঘটনাস্থলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেওয়া আনসার বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনসার বাহিনী জানিয়েছে, প্রায় এক হাজার সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

আনসার বাহিনীর উত্তর জোন কমান্ডার মো. গোলাম মৌলাহ তুহিন বলেন, “প্রাথমিকভাবে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আমাদের সদস্যরা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলে আগুন নেভাতে এগিয়ে যান। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।”

বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথা বলেন এবং আগুন নেভানোর অগ্রগতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, “সবার সম্মিলিত চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে বিস্তারিত তথ্য জানানো হবে।” সর্বশেষ পাওয়া তথ্যমতে, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নিভেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ