ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ৩টায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।
দাফন অনুষ্ঠানে শরীরী কষ্ট ও আবেগে ভেঙ্গে পড়েন তার সহপাঠী, স্বজন ও সহকর্মীরা। অনুষ্ঠানস্থলে রাজনৈতিক, শিক্ষাগত ও সামাজিক বিভিন্ন মহলের মানুষ অংশগ্রহণ করেন এবং শহীদকে শেষ শ্রদ্ধা জানায়।
উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান হাদি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার এই অক্লান্ত সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করে দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গভীর শ্রদ্ধা জানান।
