মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৫৩তম ব্যাচের ১৬ জন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশে ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪-এর (১)(খ) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ১২ অক্টোবর জাবির ২১ নম্বর (ছাত্র) হলে ৫৩তম ব্যাচের কিছু শিক্ষার্থী একই বিভাগের ৫৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং করে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর বিষয়টির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে। সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান এবং সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। কমিটিকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থী হলেন:
মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম ও উশান্ত ত্রিপুরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ