শনিবার, আগস্ট ২, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীরাজধানীর সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের ১১টি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ৫ম তলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভবনের অন্যান্য ফ্লোরে থাকা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে দ্রুত ভবন ত্যাগ করার আহ্বান জানান। অগ্নি নির্বাপণ কার্যক্রমে যেন বাধা না আসে, সে জন্য সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ