গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ আকাশ (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে একটি আভিযানিক দল এবং র্যাব পোড়াবাড়ীর একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে মাওনা পিয়ার আলী কলেজ রোড এলাকায় একটি ভাঙারির দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে আকাশকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন।
আটক আকাশের বাড়ি উপজেলার মাওনা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের প্রাথমিক তদন্ত শেষে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, আকাশের বিরুদ্ধে ইতিমধ্যে ডাকাতি ও মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,“আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
