মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কামারখোলা ব্রিজ সংলগ্ন ঢালে একটি পোল্ট্রিবাহী চলন্ত পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কাজ চালায়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের গিয়ার বক্স অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়।এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তেই পিকআপটি উল্টে যায়। এতে চালক ও সহকারীর বসার অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়। পিকআপের ভেতরে থাকা বহু মুরগি আগুন ও চাপায় মারা যায়।
অপর দিকে একই স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাস একে অপরকে পেছন থেকে ধাক্কা দিলে আরও একটি দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবেদ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর সড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়।