মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীমিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬, দগ্ধ ১০

মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬, দগ্ধ ১০

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও ‘কসমিক ফার্মা’ নামের একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন নিহত ও ১০ জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে। প্রাথমিকভাবে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ৭টি ইউনিট যুক্ত হয়, মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ‘এখন পর্যন্ত আমাদের কাছে নিশ্চিতভাবে নিহতের সংখ্যা ১৬ জন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।’

অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দুজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মো. সুরুজ (৩০) ২ শতাংশ দগ্ধ হয়েছেন এবং মো. মামুন (৩৫) শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা দূর থেকেও দেখা যাচ্ছিল, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোডাউনের ভেতরে থাকা রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর ফেমাস কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তিন কর্মকর্তা ও এক দোকানকর্মী প্রাণ হারান। সাম্প্রতিক এসব ঘটনায় শিল্প-কারখানায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ