গত দুইদিনের টানা বর্ষণের কারণে মানিকগঞ্জে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং দৈনন্দিন কাজকর্ম করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও রিকশাচালকদের মতো খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
শহরের বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে চলাচলে সৃষ্টি হয়েছে বিঘ্ন। অনেকে ঘর থেকে বের হতে পারেননি। অফিস-আদালতেও জনসমাগম ছিল কম। কর্মচাঞ্চল্য থমকে গেছে পুরো শহরে।
বৃষ্টি সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের। আয় না থাকায় তাদের পরিবারে নেমেছে হতাশা।
রিকশাচালক লাল মিয়া বলেন, ‘আজকের আয়ে সাপ্তাহিক কিস্তি দেওয়ার কথা ছিল। সারাদিনে আয় হয়েছে মাত্র ২০০ টাকা, রিকশা ভাড়াটাও উঠেনি।’
পিরোজপুর থেকে আসা দিনমজুর আবুল হোসেন বলেন, ‘সকাল থেকে কাজের অপেক্ষায় বসে আছি, কিছু পাইনি। টাকা না থাকায় একবেলা খেয়েছি, এখন কী করব বুঝতে পারছি না।’
বগুড়ার ইদ্রিস আলী বলেন, ‘বউয়ের ওষুধ কিনতে টাকা দরকার। দুই দিন কাজ না পেয়ে সমস্যায় পড়েছি।’
ভ্যানচালক দ্বীন ইসলাম জানান, ‘ভাড়াও কম, যাত্রীও কম। কিছু কামাই না হলে খাওয়া জোটে না।’
অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিঠুন জানান, ‘ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই ৩০ কিলোমিটার ঘুরে কাজ করেছি।
বৃষ্টিতে শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তাদের জন্য প্রতিটি বর্ষণের দিন যেন অভাবের নতুন গল্প বয়ে আনে।