মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসমাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত দুই শিক্ষার্থী

মাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের দুই শিক্ষার্থী  মির্জাপুর উপজেলার তানভীর আহমেদ (১৪) ও সখীপুর উপজেলার মেহেনাজ আক্তার হুমাইরার (৮) জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদরাসায় তানভীর আহমেদ এবং সখীপুর উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গাব‌লের বাজার মা‌ঠে হুমাইরার জানাজার নামাজ  অনুষ্ঠিত হয়।
এরপর জানাজা শে‌ষে তাদের স্থানীয় ও পা‌রিবা‌রিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হ‌াজা‌রো মানুষ অংশ নেয়। দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশি-স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।
নিহত তানভীর আহমেদ মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রাম গ্রামের রুবেল মিয়ার ছেলে। তানভীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী।নিহত তানভীরের চাচাতো ভাই সজিব বলেন, চাচা-চাচি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাইলস্টোন কলেজে ভর্তি করেছিলেন। তানভীরের ছোট ভাই তাসবির চতুর্থ শ্রেণিতে পড়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে গ্রামে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  এবিএম আরিফুল ইসলাম জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মর্মাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
অপরদিকে, মেহেনাজ আক্তার হুমাইরা সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।  তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনি বলেন, মেহেনাজের এমন মৃত্যুতে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। প্রশাসনের দিক থেকে সকল সহযোগিতা করা হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ