মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ময়মনসিংহে মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

ময়মনসিংহে মাদ্রাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদে মাদ্রাসায় যাওয়ার পথে নৌকাডুবে নিখোঁজ হয়েছেন তিন শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দত্তেরবাজার কুঠুরিঘাট-সংলগ্ন নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডুবুরির দল শাপলা বেগম (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ নদ থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় সাত বছর বয়সী আরও দুজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ দুজনের সন্ধান এখনো মেলেনি। তাঁদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাপলা গফরগাঁও উপজেলার বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পাশের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চরআলগী গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে। নিখোঁজ অন্য দুজন হলো একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (৭) ও হাবিব মিয়ার ছেলে আরিফ হোসেন (৭)। তারাও ওই মাদ্রাসার শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ছোট নৌকায় করে পাকুন্দিয়ার চরআলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে গফরগাঁওয়ের বিরই এলাকায় মাদ্রাসায় যাচ্ছিল ওই শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টার দিকে নৌকাটি দত্তের বাজার কুঠুরিঘাট-সংলগ্ন এলাকায় পৌঁছালে স্রোতের কারণে হঠাৎ উল্টে যায়। এতে নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ হয়। পরে স্থানীয় জেলেরা শাপলার মরদেহ উদ্ধার করেন।
নৌকাডুবির খবর শুনে স্থানীয় লোকজন ব্রহ্মপুত্র পাড়ে ভিড় করেন। স্থানীয় গ্রাম পুলিশের সদস্য নজরুল বলেন, পাকুন্দিয়া চর আলগী ও গফরগাঁওয়ে বিরই এলাকাটি ব্রহ্মপুত্র নদের এপার-ওপার। পাঁচ শিক্ষার্থী নিয়ে নৌকাটি এপারে আসার সময় নদে স্রোতের কারণে উল্টে যায়। এ সময় মাঝিসহ দুজন শিক্ষার্থী সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। পরে একজনের লাশ পাওয়া গেছে।
নৌকাডুবির পর স্থানীয় জেলেরা নৌকা নিয়ে জাল ফেলে শিশুদের উদ্ধারে অংশ নেন। অন্যদিকে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ১১টা থেকে উদ্ধারকাজ শুরু করেন। বেলা দেড়টার দিকে ডুবুরি দলের নেতা আমিরুল ইসলাম বলেন, ‘আমরা আসার আগে স্থানীয় লোকজন একজনের মরদেহ উদ্ধার করেন। দুজন শিশুর সন্ধানে আমার কাজ করছি; কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। নদে অনেক স্রোত আছে।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, পাশের পাকুন্দিয়া উপজেলার ওই শিক্ষার্থীরা ব্রহ্মপুত্র নদ পার হয়ে এপারে একটি মাদ্রাসায় পড়ে। আজ নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি দুজনের সন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ