শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়ভোটকেন্দ্র উপযোগী পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের ৬ কোটি টাকার বরাদ্দ

ভোটকেন্দ্র উপযোগী পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের ৬ কোটি টাকার বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র উপযোগী পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ বরাদ্দ দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেট থেকে ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা ছাড় করা হয়েছে। এই অর্থে দেশের ৯৪৭টি বেসরকারি স্কুল ও কলেজে সংস্কার, মেরামত ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয় করা হবে।

বৃহস্পতিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা ও ডিডিও মো. আবু ছায়িদ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে বরাদ্দ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির স্মারকের আলোকে নির্বাচনী ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারকাজ দ্রুত শেষ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সভাপতি করে কমিটি গঠন করা হবে। বরাদ্দের অর্থ ব্যয়ও এই কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর জন্য সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৮৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে ছয়টি শর্ত উল্লেখ করা হয়েছে। শর্তগুলো হলো—
১) তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটকেন্দ্র মেরামত ও সংরক্ষণ কাজেই বরাদ্দ ব্যয় করতে হবে।
২) তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠানে এ অর্থ ব্যবহার করা যাবে না।
৩) সরকারের প্রচলিত আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৪) ব্যয় বা বিল পরিশোধে কোনো অনিয়ম ধরা পড়লে দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
৫) বরাদ্দের অর্থ থেকে পূর্ববর্তী বছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না।
৬) ব্যয় শেষে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ