গাজীপুরের শ্রীপুরে একটি পুরাতন ভাঙ্গারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ইউটার্ণের পশ্চিম পাশে ফারুকের পুরাতন ভাঙ্গারির দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দোকানের সামনে পার্কিং করে রাখা দুটি ট্রাকেও আগুন ধরে যায়।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ২টার দিকে ভাঙ্গারির দোকানের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটিতে ফায়ারিং হলে সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ নিচে পড়ে আগুনের সূত্রপাত হয়।
ভাঙ্গারির দোকানের মালিক ফারুক বলেন, “সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।”
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ভাঙ্গারির দোকানের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের কেবলে শর্ট সার্কিট থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়ে আগুনের সূত্রপাত হয়।
