বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম ‘সেরা নারী সিটিও’ অ্যাওয়ার্ডে ভূষিত

ব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম ‘সেরা নারী সিটিও’ অ্যাওয়ার্ডে ভূষিত

ব্র্যাক ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) নুরুন নাহার বেগম সম্প্রতি যুক্তরাজ্যের খ্যাতনামা ম্যাগাজিন উইমেন’স ট্যাবলয়েড পাবলিকেশনস ইউকে থেকে ‘বেস্ট ওম্যান সিটিও’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

লন্ডনভিত্তিক এই ম্যাগাজিনের উদ্যোগে আয়োজিত “উইমেন’স ট্যাবলয়েড অ্যাওয়ার্ডস ২০২৫”-এ ব্যাংকিং ও প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথম এবং একমাত্র নারী সিটিও হিসেবে নুরুন নাহার বেগম প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের পথিকৃৎ হিসেবে সুপরিচিত। আর্থিক প্রযুক্তি খাতে তাঁর ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। একজন সিনিয়র লিডার ছাড়াও তিনি দেশের প্রযুক্তি জগতে নারীদের জন্য জাতীয় অনুপ্রেরণার প্রতীক।

এ অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন,

> “নাহার ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশনের অন্যতম প্রধান চালিকাশক্তি। ব্যাংকের শুরুর যাত্রা থেকেই তিনি শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলতে অবদান রেখেছেন। গ্রাহকদের জন্য দ্রুত, সহজ, সুবিধাজনক ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে তাঁর অভিজ্ঞতা অসংখ্য ডিজিটাল প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছে। এই অর্জন ব্র্যাক ব্যাংক পরিবারের জন্য এক গৌরবময় মুহূর্ত।”

প্রযুক্তি খাতের বাইরে নারী ক্ষমতায়নেও তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি ব্র্যাক ব্যাংকের অভ্যন্তরীণ উইমেন ফোরাম ‘তারা ফোরাম’-এর নেতৃত্ব দিয়েছেন, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম নারীবান্ধব কর্মক্ষেত্রে রূপান্তর করতে সহায়তা করেছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ