সোমবার, আগস্ট ৪, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝড়ল পাঁচ প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সড়কে ঝড়ল পাঁচ প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী দুটি মোটরসাইকেল প্রতিযোগিতামূলকভাবে চালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। বাকি দুজন  হাসপাতালে নেওয়ার পর  মারা যায়। প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় জানা গেছে।তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় জানা যায় নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী ও বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। পরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেলের চারজন আরোহী ও অটোরিকশার চালক নিহত হন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ