রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীবৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি

বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি

বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে এবং বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, এনসিপি প্রথম থেকেই আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী দলীয় প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল এবং সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করা হয়েছিল। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরও দুইটি দলের সঙ্গে সমঝোতায় পৌঁছানো হয় এবং তিন দলের সমন্বয়ে একটি সংস্কার জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনার পর দেশের রাজনৈতিক ও নির্বাচনি প্রেক্ষাপটে পরিবর্তন আসে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য বৃহত্তর ঐক্য অপরিহার্য হয়ে উঠেছে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ