বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
No menu items!
বাড়িক্যাম্পাসবৃত্তি পরীক্ষায়  কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও মানবন্ধন

বৃত্তি পরীক্ষায়  কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও মানবন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন  স্কুল শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শ্রীপুর উপজেলার শিক্ষকরা। তারা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রকাশিত পরিপত্রটি প্রত্যাহার ও এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বসার সুযোগ দেয়ার দাবি জানান।

বৃহস্পতিবার(২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে এই  মানববন্ধন করেন তারা। এই মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষকরা। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে  এ মানবন্ধনের আয়োজন করা হয়।এতে উপজেলার প্রায় তিন শতাধিক বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকরা অংশ নেন। জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয় অধিকার এই ধরনের বিভিন্ন লেখা ব্যানারসহ বিভিন্ন শ্লোগান দেন। কর্মসূচি চলাকালে মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ – স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও  বক্তব্য দেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান   ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ  সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
বক্তারা জানান,প্রাথমিক পর্যায়ে ১৬ লাখ শিক্ষার্থী তার মধ্যে ১৩ লাখ শিক্ষার্থী কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিশাল অংশ বাদ রেখে মাত্র ৩ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার  সিদ্ধান্ত সঠিক নয় দাবি করে তারা মানববন্ধন করেছেন।
বক্তারা আরও জানান,অতি দ্রুত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি করে নতুন প্রজ্ঞাপণ জারি করার দাবি জানান।
এ বিষয়ে সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির
প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সালাহ উদ্দীন আহমেদ মিলন বলেন,বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়।সেখানে অর্ধেকের বেশি শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করে। আর তাদের বাদ রেখে মেধা যাচাই কতটা যৌক্তিক হবে আমার বোধগম্য হয় না। দাবি আদায় না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এবং আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান বলেন,বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ায় প্রতিবাদ আজকে আমরা আন্দোলন করছি।পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানাই।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ