গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজ শিক্ষার্থী। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাওরাইদ মধ্যপাড়া এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সাব্বির (ছদ্মনাম) এর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় ছয় মাস আগে। তরুণী নিজে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের বাসিন্দা।
তরুণীর অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চললেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নানা রকম টালবাহানা করতে থাকেন প্রেমিক। এক পর্যায়ে উপায় না দেখে সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
স্থানীয়রা জানান, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় প্রেমিকের বাড়িতে। তবে অনশনের খবর জানাজানি হওয়ার পর থেকেই প্রেমিক সাব্বির পলাতক রয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণী প্রেমিকের বাড়িতেই অবস্থান করছিলেন এবং বিয়ের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ৯৯৯ নম্বরে কল পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”