বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ র্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হোতাপাড়া থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০৩ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ০১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী এবং সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির আন্দোলন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।