ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ বলিউডে পা রাখলেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন থাকলেও এবার তা সত্যি হলো। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র প্রথম ঝলক প্রকাশিত হয়েছে, যেখানে শুভকে বলিউডের সুপারস্টার প্রভু দেবা ও রাভিনা ট্যান্ডনের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
সত্তরের দশকের পটভূমিতে নির্মিত এই রেট্রো থিমের সিরিজে শুভর নানা রূপ দর্শকদের মুগ্ধ করেছে। কখনো ধূসর স্লিম কাট স্যুটে গম্ভীর, কখনো ঝকঝকে সাদা স্যুটে নাচের তালে তাল মিলিয়ে, আবার সাধারণ সাদা পাঞ্জাবিতে নতুন রূপে উপস্থিত হয়েছেন এই ঢালিউড তারকা।
শুভর বিপরীতে থাকছেন টলিউডের অভিজ্ঞ অভিনেত্রী সৌরসেনি মিত্র। সিরিজটির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কাল। প্রযোজক সংস্থার তথ্য মতে, পুরো সিরিজটি সত্তরের দশকের সেটে শুট করা হয়েছে, যা দর্শককে একসময়কার স্মৃতিতে নিয়ে যাবে।
এটি শুভর বলিউডে প্রথম প্রজেক্ট হিসেবে পরিচিতি পেলেও, তার ভক্তরা আগে থেকেই তার অভিনয় নিয়ে উৎসাহিত। সম্প্রতি শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি মুক্তি পেয়েছে এবং ‘নূর’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জ্যাজ সিটি’র ঝলক প্রকাশের পর শুভর অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া overflow করছে।