রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীবঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসভবনে দুর্বৃত্তদের হামলা, দুটি গাড়ি ভাঙচুর

বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের বাসভবনে দুর্বৃত্তদের হামলা, দুটি গাড়ি ভাঙচুর

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পৌর শহরের জেলা সদর রোডে অবস্থিত ‘সোনার বাংলা’ বাসভবনে এই হামলা চালায় একদল দুর্বৃত্ত।

বাসভবনের কেয়ারটেকার জানান, রাতের আঁধারে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল প্রথমে বাহির থেকে ইট-পাটকেল ছুঁড়ে বাসার জানালার কাচ ভেঙে ফেলে। পরে দুই-তিনজন মই ব্যবহার করে বাসার ভেতরে প্রবেশ করে এবং দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টাঙ্গাইল সদর থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি বাসার সামনে একটি গাড়ির গ্লাস এবং বেশকিছু যন্ত্রাংশ ভাঙা। দোতলার জানালার কাচও ভাঙচুর করা হয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় যারাই জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ