মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালকের, হেলপার আহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালকের, হেলপার আহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকটির হেলপার।

সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং উভয় ট্রাক জব্দ করে।
নিহত চালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদরের বলেরা পাড়া এলাকার সাত্তারুল ইসলামের ছেলে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লাল চাঁন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বালি খালাস চলছিল। এ সময় দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকচালক মনির হোসেন মারা যান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ