প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় সদর দপ্তরে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
সিইসি বলেন, কোনো ভোটকেন্দ্রে গণ্ডগোল হলে সেই আসনের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। অনিয়ম, দুর্নীতি বা ঘুষের অভিযোগ থাকা কর্মকর্তাদের দায়িত্বে রাখা হবে না। আগের নির্বাচনে সমস্যা সৃষ্টিকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি স্বীকার করেন, মানুষের ভোটের প্রতি আস্থা কমে গেছে, যা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। তফসিল ঘোষণার দুই মাস আগে তারিখ জানানো হবে এবং স্বল্প সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো, তবে আরও উন্নতি প্রয়োজন, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। মানুষের মধ্যে কেন্দ্রে না যাওয়ার প্রবণতা দূর করতে সচেতনতা জরুরি, যেখানে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অপব্যবহার নিয়েও সতর্ক করেন তিনি। তার মতে, ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর কন্টেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়া তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, নির্বাচন কমিশন ১৮ কোটি মানুষের পক্ষ হয়ে কাজ করবে, কারো পক্ষে বা বিপক্ষে নয়। অতীতে নির্বাচনে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের দায়িত্বে না রাখার চেষ্টা চলছে।
রংপুর সফরে সিইসি মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনই এখন কমিশনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।