সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীপ্রথিতযশা চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

প্রথিতযশা চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

দেশের চলচ্চিত্রাঙ্গনের প্রথিতযশা চিত্রগ্রাহক, পরিচালক ও আলোকচিত্র শিল্পী আব্দুল লতিফ বাচ্চু আর নেই। আজ রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী মানুষ। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, “আব্দুল লতিফ বাচ্চু শুধু একজন চিত্রগ্রাহক নন, তিনি ছিলেন পুরো চলচ্চিত্র পরিবারের অভিভাবকতুল্য একজন মানুষ। চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা সংকটে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রয়াণে আমরা একজন অভিজ্ঞ পথপ্রদর্শককে হারালাম।”
খোরশেদ আলম খসরু আরও জানান, চিত্রগ্রাহক হিসেবে খ্যাতির পাশাপাশি পরিচালক হিসেবেও একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন আব্দুল লতিফ বাচ্চু। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশী’, ‘নতুন বউ’, ‘স্বামীর ঘর’ এবং বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবি।
চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আব্দুল লতিফ বাচ্চু ছিলেন একাধারে চিত্রগ্রাহক, চিত্রপরিকল্পক, পরিচালক ও আলোকচিত্র শিল্পী। তাঁর ক্যামেরার দৃষ্টিতে বাংলা চলচ্চিত্র পেয়েছে ভিন্নমাত্রার নান্দনিকতা। আশির দশকে তাঁর চিত্রগ্রহণের বৈচিত্র্য ও কারিগরি দক্ষতা দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের বিশেষভাবে মুগ্ধ করে।
পরিচালক হিসেবে তাঁর নির্মিত ‘হাতকড়া’ চলচ্চিত্রটি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। অসংখ্য জনপ্রিয় সিনেমায় তাঁর চিত্রগ্রহণ আজও নতুন প্রজন্মের নির্মাতাদের কাছে অনুপ্রেরণার উৎস।
এই গুণী মানুষের প্রস্থান বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ