মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়পাবনায় ‘ময়েজ বাহিনীর’ অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

পাবনায় ‘ময়েজ বাহিনীর’ অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল কুখ্যাত ময়েজ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয় পর্যায়ে ডাকাতি ও চাঁদাবাজির কাজে ব্যবহারের জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে বহুদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনে তাদের দেখা না গেলেও রাতে অস্ত্রসহ মহড়া দিত, এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি বানিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও বলেন, ‘অভিযান এখনও চলমান রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুরো চতরা বিল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ