রবিবার, আগস্ট ৩১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক এনায়েত উল্লাহ

পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক এনায়েত উল্লাহ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ। সোমবার (১৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। এর আগে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (ইস্ট রিজিয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ ১৯৮৯ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৩ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন।
দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি বোর্ডের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডিজাইন দপ্তরের প্রধান প্রকৌশলী এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বোর্ডের পরিকল্পনা, নকশা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদান রাখেন।
কর্মজীবনে তিনি ইন্দোনেশিয়া, ভারত, জাপান, সৌদি আরব, নেদারল্যান্ডস, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
মো. এনায়েত উল্লাহ ১৯৬৭ সালে পাবনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর আজীবন সদস্য।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ