পরিবেশ সুরক্ষার জন্য দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশের জন্য দেশের অন্তত এক চতুর্থাংশ এলাকা বনভূমি থাকা দরকার। এই লক্ষ্যে, সকলের সক্রিয় অংশগ্রহণে একটি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি চালুর আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার(১৪ আগস্ট) বেলা ১১টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত হয়ে উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের ১০৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪ হাজার কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু সহ বিভিন্ন ফজল ও বনজ গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রমুখ।