বুধবার, জুলাই ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নিবন্ধন আবেদন:প্রাথমিক বাছাইয়ে অনুমতি পাইনি নতুন ১৪৪টি দল

নিবন্ধন আবেদন:প্রাথমিক বাছাইয়ে অনুমতি পাইনি নতুন ১৪৪টি দল

নিবন্ধনের জন্য আবেদন করা নতুন ১৪৪টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। এসব আবেদনে বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি পাওয়া গেছে। এসব ত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে চিঠি পাঠাবে কমিশন।

মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে।

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণ-বিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
নিবন্ধন চেয়ে আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে-জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি); ‎গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা); বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি; বাংলাদেশ ফরায়েজী আন্দোলন; বাংলাদেশ সিটিজেন পার্ট; ইসলামী ঐক্যজোট; নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি); বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি; বাংলাদেশ গণ বিপ্লবী পার্টি; ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাষানী ন্যাপ); বাংলাদেশ ক্ষুদ্র নৃ গোষ্ঠী ফেডারেশন; জনতার দল; বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি; বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল); বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি);  জাতীয় ন্যায় বিচার পার্টি; বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ জন-জোট পার্ট (বাজপা), আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আরও অনেক দল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ