বুধবার, নভেম্বর ১২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

সারা দেশে চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করে একটি চিঠি পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের তৎপরতা আরও বাড়াতে হবে। প্রবেশ ও প্রস্থান পথে র‌্যান্ডম নিরাপত্তা তল্লাশি চালানোর পাশাপাশি আগত যাত্রী, লাগেজ ও যানবাহনের চলাচল কঠোরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে।

বিমানবন্দরের ভেতরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অননুমোদিত কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেওয়া যাবে না।

এছাড়া, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং চালু রাখতে বলা হয়েছে। ব্যাগ, লাগেজ ও অন্যান্য সামগ্রী স্ক্যানের জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি—যেমন ইডিসি, ইটিডিসি ও মোটর ডিটেক্টর—নিয়মিত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইনসহ অন্যান্য স্থাপনার নিরাপত্তা তদারকিও জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরের আশপাশের এলাকাতেও নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) মো. মাশুক ইকবাল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকি এড়াতে এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ