গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা এবং খুব দ্রুতই ফয়সালা আসবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, “২৭০ দিন আলাপ-আলোচনা চলার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন গণভোট নিয়েও মতভেদ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে।”
তিনি আরও জানান, অনৈক্যের বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, “কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা-ই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।”তিনি বলেন, “ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে।”
