সোমবার, নভেম্বর ৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

দেশে ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশে বর্তমানে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, মহিলা ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
ইসি সচিব আরও জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুনভাবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার যুক্ত হয়েছেন। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আখতার আহমেদ বলেন, “দাবি-আপত্তি শুধুমাত্র নতুনভাবে যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আগের ভোটারদের তালিকায় কোনো পরিবর্তন হবে না। এ তালিকাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হবে।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ