শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেছেন,বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের মানুষ এখন ভোটের অধিকার প্রত্যাশা করে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিল।বিএনপি ভোটের কথা বলবে, এটাই স্বাভাবিক।
বৃহস্পতিবার বিকালে কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের বিএনপির উদ্যোগে বর্গা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ এখন ভোটের অধিকার প্রত্যাশা করে। মানুষ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে চায়। কাজেই ভোটের গতিতে ভোট চলবে। সংস্কারের গতিতে সংস্কার চলবে। এতে করে ভোটকে বাধা গ্রস্ত করার কোন সুযোগ নেই।
কালিহাতীর পারখী ইউনিয়নের বিএনপির সভাপতি জাকির হোসেন জিন্নার সভাপতিত্বে ও যুবদল নেতা জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক ও শামীম প্রমাণিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ সহ প্রমুখ।