বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীদীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান, ঢাকায় রাজকীয়...

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান, ঢাকায় রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে-২০২। সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
দেশের আকাশসীমায় প্রবেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন,
“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাকে ঐতিহাসিক ও স্মরণীয় সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় (৩০০ ফিট) তৈরি করা হয়েছে একটি সুবিশাল মঞ্চ।
তার আগমন উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে মুখর পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থল যেন এক ‘উৎসবকেন্দ্রে’ রূপ নিয়েছে।
ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যাবেন। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। পরে তিনি বিএনপি চেয়ারপারসন ও তার মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ