মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণে নতুন ৮১ সংস্থা: আগের ৯৬টির অনুমোদন বাতিল

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণে নতুন ৮১ সংস্থা: আগের ৯৬টির অনুমোদন বাতিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) দেশে মোট ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নতুন করে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে ৭৩টি সংস্থার একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। অভিযোগ, আপত্তি এবং যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়। এই নিবন্ধন ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও ১৫টি সংস্থা যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধন পায়, যাদের নিবন্ধনের মেয়াদ ২০২৪ সালের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।
কমিশন বলছে, নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষণ কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ