বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিআইডির একটি বিশেষ দল বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার রাত সাড়ে ১০টার সময় ঢাকার সিআইডি টিম এসে তার মামার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে।’
সিআইডি জানায়, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। একই মামলার ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীন সাথীকেও গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনিও বর্তমানে কারাগারে আছেন।
যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও ১৫০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।