গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধারে কাজ চলছে। নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, মরদেহটি টাঙ্গাইল জেলার কাছাকাছি এলাকা থেকে ভেসে এসেছে।