ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন।ভোর থেকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধির কারণে একটু দূরের কিছু না দেখতে পাওয়ায় দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ‘কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ৯ টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি রয়েছে
তিন ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি স্বাভাবিক
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 Comments
আরো দেখুন