বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিটে জনসমুদ্রে রূপ নিল গণসংবর্ধনাস্থল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিটে জনসমুদ্রে রূপ নিল গণসংবর্ধনাস্থল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকা (৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে)তে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তীব্র শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে, যা বৃহস্পতিবার ভোরের মধ্যেই জনসমুদ্রে রূপ নেয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে প্রায় ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং ‘রাজকীয় সংবর্ধনা’ দিতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুট আকারের বিশাল মঞ্চ।
সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা মঞ্চটি এলইডি স্ক্রিন, ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। এলইডি স্ক্রিনে জাতীয় পতাকার প্রতিচ্ছবির ওপর লেখা রয়েছে— ‘তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’।
বুধবার সকাল থেকেই মঞ্চের শেষ মুহূর্তের কাজ ও সাজসজ্জা সম্পন্ন করা হয়। অনেক নেতাকর্মী আগের রাত থেকেই খোলা আকাশের নিচে অবস্থান নেন। বৃহস্পতিবার ভোরে মঞ্চ এলাকা পরিপূর্ণ হয়ে যায়। এখনো রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে যোগ দিচ্ছেন।
স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। পূর্বাচল, কুড়িল ও এয়ারপোর্ট এলাকার বাসিন্দারা পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে মঞ্চ দেখতে আসেন।
নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় নিজস্ব বিশেষ সিকিউরিটি টিমও মঞ্চে অবস্থান নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ চলছে।
সব প্রস্তুতি শেষে এখন সংবর্ধনাস্থলে অপেক্ষা শুধু তারেক রহমানের আগমনের।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ