সোমবার, জুলাই ৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ  থাকবে আজ

ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ  থাকবে আজ

ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য সোমবার সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা অংশের নয়টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন অপসারণের (সরানোর) কাজ চলবে। এ কারণে নির্ধারিত সময়ে সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকবে টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড় ভাঙা, কোদালদোয়া, সানারপাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ি, কাজলা, ভাঙা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।
এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ