বুধবার, অক্টোবর ২২, ২০২৫
No menu items!
বাড়িআইন-আদালতট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের...

ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ জন সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের আনা হয়। এর আগে সকাল ৬টা থেকেই ট্রাইব্যুনাল এলাকা এবং আশপাশে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এই মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হচ্ছে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটিতে ১৭ জন, অন্যটিতে ১৩ জন এবং তৃতীয়টিতে ৪ জনের নাম রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, দু’টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আসামিদের মধ্যে সেনাবাহিনীর ২৫ জন কর্মকর্তার নাম রয়েছে, যাদের মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে আছেন বলে সেনা সদর দপ্তর ৯ অক্টোবর নিশ্চিত করেছে।

মামলাগুলোর মধ্যে একটিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের গুম, নির্যাতন ও টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে বন্দি রাখার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। প্রসিকিউশন গত ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয়।

অপর মামলায় জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা ‘আয়নাঘর’-এ গুমের অভিযোগে শেখ হাসিনা ও তারেক রহমানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তৃতীয় মামলায় রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়েছে।

এদিকে, সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, পল্টন, হাইকোর্ট মাজারগেট ও মৎস্য ভবন এলাকায় দেখা গেছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের।

মঙ্গলবার (২১ অক্টোবর) একটি প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, আজ হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের হাজির হওয়ার দিন নির্ধারিত ছিল। কেউ হাজির না হলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং ২২ অক্টোবরের মধ্যে আসামিদের হাজিরের নির্দেশ দেয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ