শনিবার, জুলাই ২৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান

টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। ঘোষিত তালিকায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় জন্ম নেওয়া শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে জাতীয় রাজনীতিতে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নিজ এলাকা নিয়ে অনুভূতি জানিয়ে শাকিল উজ্জামান বলেন, “গোপালপুর-ভূঞাপুর শুধুই দুটি উপজেলার নাম নয়, এটি আমার অস্তিত্বের ঠিকানা। এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। এই অঞ্চলের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকারের সময় আমি গুম, নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছি। তখন এই এলাকার মানুষ আমার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার ছিল—এই ঋণ কখনও শোধ হবার নয়।”

শাকিল উজ্জামান মনে করেন, গণঅধিকার পরিষদ হলো তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি, যারা ভয়কে জয় করে রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে। “যখন অনেক রাজনৈতিক দল নিরব ছিল, তখন আমরাই আন্দোলনের মশাল হাতে তুলে নিয়েছিলাম,” বলেন তিনি।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব আসনে ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তরুণ নেতৃত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়েই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ