শনিবার, জুলাই ৫, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীটাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩

টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩

স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল :

টাঙ্গাইলের শান্তিকুঞ্জ মোড়ে হরিজন পল্লীতে পুজা নিয়ে মারামারি ঘটনায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতরা হলেন,গর্ভবতী নারী লীমা দাস,সুশান্ত হরিজন ও শিবা দাস। এদের মধ্যে সুশান্ত ও শিবা ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১ জুলাই বিকালে হরিজন পল্লীর সার্বজনিন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুজারাণী নামের এক নারী বাদী হয়ে টাঙ্গাইল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়,হরিজন পল্লীর পরিবারবর্গ বারোআরি মন্দিরে গেইটের সামনে ”বিপদ নালিশী পুজার” আয়োজন করা হয়। যথাক্রমে পুজার র্কাযক্রম শুরু হয়। একপর্যায়ে বিশ^নাথের হুকুমে তুষার চন্দ্র,বিনোদ চন্দ্র, মিঠু, মিলন,তুহিন,জগন্নাথ,অমিত,শিতল,আকাশ,রমেশসহ বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গর্ভবতী নারীসহ তিনজন গুরতর আহত হয়। পরে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় লীমা রাণী, সুশান্ত ও শিবা দাসকে টাঙ্গাইল জেনারেণ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে সুশান্ত ও শিবার অবস্থা গুরতর হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার রেফার্ড করেন।
আহত শিবা দাসের বাবা চন্দ দাস ও সুশান্তর বাবা বাবু হরিজন জানায়,ঘটনার দিন তারা চাকুরীতে কর্মরত ছিলেন। স্থানীদের মাধ্যমে শুনে হাসপাতালে যায়। সেখানে ওই দুজনে অবস্থা বেগতিক হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নিয়ে যায়। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক।
তারা আরও জানায়, মন্দির নিয়ে রেশারেশি চলে আসছে দীর্ঘদিন ধরে। পুজা করার জন্য চাবি চাইলে ওই পক্ষ চাবি দিতে অসীকার করেন। পরে তারা মন্দিরে বাহিরে পুজা শুরু করেন। সেখানে এসে বিশ^নাথের হুকুমে ওই সন্ত্রাসীরা হামলা করে। এছাড়াও ২০০৪ সালেও তারা হামলা করেছিল। তাদের ভয়ে আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারছিনা। আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
অভিযুক্ত বিশ^নাথের মোবাইলে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) তানভীর আহম্মেদ জানান, হরিজন পল্লীর দুইপক্ষ মীমাংসার উদ্যোগ নিয়েছে। দ্রæত সমাধান দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ